ক্রান্তিকালে আমাদের চিন্তকগণ এবং তাদের বাহাস
করোনাকালে একটা কার্টুন দৃষ্টি কেড়েছে। আমার মতে চমৎকার এই কার্টুনটি অনেক বিষয়েই চিন্তা দাবি করতে পারে। কার্টুনটি এমন, ‘লকডাউনে ইঞ্জিনিয়ার স্বামীকে সব্জি কাটতে দিয়েছেন তার স্ত্রী। ইঞ্জিনিয়ার বলে কথা। স্বামী বেচারা তার সব যন্ত্রপাতি নিয়ে রীতিমত ইঞ্চি ইঞ্চি হিসাব করে মনোযোগ দিয়ে সব্জি কাটতে বসে গেছেন।’ অর্থাৎ তিনি তার পেশা অনুযায়ী মাপজোক করে সব্জি কাটার কোশেস করছেন। অথচ দা বা চাকু দিয়ে সহজেই সব্জি কাটা যেতো তা তার মাথায় ঢোকেনি। কার্টুনটা দেখে অনেকেই হয়তো হালকা হেসেছেন। কিন্তু গভীরভাবে চিন্তা করেননি। দেখেননি সহজ ব্যাপারটি সেই কথিত মেধাবী ইঞ্জিনিয়ারের মাথায় ঢুকছে না।…
বিস্তারিত