তবে কি মানুষ গাছ হতে চায়? ‘পাওয়ার এন্ড মানি প্ল্যান্ট’…
প্রকৌশলী ও চিকিৎসকদের একটা অংশ এবার বিসিএসে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। মুশকিল হলো যে আনুপাতিক হারে বাংলাদেশে এমন ব্যাপারটি ঘটে, তা বিশ্বের কোথাও ঘটে না। অর্থাৎ বিশ্বের কোথাও প্রকৌশলী বা চিকিৎসকরা সাধারণত পেশা বদল করতে চান না। এই দেশে কেনো চান, সেই কথা বলি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। পুলিশের একজন কর্মকর্তা গেছেন একজন চিকিৎসকের কাছে। চিকিৎসক পদবীতে একজন সহযোগি অধ্যাপক। অবস্থানে বেচারি চিকিৎসক সেই পুলিশ কর্মকর্তার থেকে এগিয়ে থাকলেও, সব রোগীদের বাদ দিয়ে সেই পুলিশ কর্মকর্তাকে আগে দেখতে হয়েছে তাকে। সাথে চা-বিস্কুট দিয়েও সমাদর করতে হয়েছে। কারণ অবস্থানে এগিয়ে থাকলেও…
বিস্তারিত