লালমাটিয়ায় আসমা আক্তার লিজারা যা করছেন
এই শহরে একজন মানুষ প্রতিদিন ৩০০ থেকে ৫০০ জন মানুষকে বাসায় রান্না করে খাওয়াচ্ছেন। এলাকার উদ্যোমী কয়েকজন তরুণ আর পরিবারের লোকজন সহায়তা করছেন। অর্থনৈতিক বিষয়টি বাদও দেন যদি, এতজন মানুষের জন্য প্রতিদিন বাজার করা, রান্না করা, পরিবেশন করা আর সবাই খেয়ে চলে গেলে সবকিছু পরিস্কার করে পরের দিনের আয়োজনের প্রস্তুতি নেয়ার ঝক্কিটা ভেবে দেখুন। উদ্যোক্তার নাম আসমা আক্তার লিজা। তার অর্থনৈতিক সহযোগী সৈয়দ সাইফুল আলম শোভন আর আহমেদ আক্তার জ্যোতি। এদের প্রত্যেকেরই এই একলা চলার যুগে খ্যাতি আছে পাগল হিসেবে। আমি আশাবাদী, একদিন এইসব পাগলদের সংখ্যা এত বেড়ে যাবে যে,…
বিস্তারিত