নির্যাতনের নিরর্থক প্রতিবাদ, কারণ ও প্রতিকারের চিন্তা
প্রশ্নটা হলো ধর্ষণ বা নির্যাতনটা খারাপ না ভিডিও ভাইরাল করাটা খারাপ। নিঃসন্দেহে দুটোই খারাপ। মুশকিল হলো আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে এ দুটোর একটা খারাপকে ভালো হিসেবে মেনে নিতে হবে। ভিডিও ভাইরাল না হলে এ দেশে কোন বিচারিক কাজ দ্রুত হয় না। ভিডিও থাকলেই শুধু বিচারের গতিটা পায়। রিফাত হত্যার ভিডিও ছিলো বলেই বিচারিক কার্যক্রম গতি পেয়েছে। নোয়াখালীর নারী নির্যাতনের ভিডিওটা ছিলো বলেই নির্যাতনের মাত্রাটা চোখে পড়েছে। না হলে, বলা হতো নির্যাতনের অভিযোগ মিথ্যা। ষড়যন্ত্র তত্ত্ব। সুতরাং এখন অভিযোগ প্রমান করতে ভিডিওটা জরুরি। সে কারণেই ভিডিও ভাইরাল করাটাকে মন্দের ভালো বলতে…
বিস্তারিত